বল্ তো কেনো ? এ্যাই ছোঁড়াটা
নায়তে এলে দুপুর বেলা -
ড্যাবড্যাবিয়ে চাস্ ঢেঙ্গা চোখে;
       উল্কি আঁকা উদোম বুকে
       পথ আঁটিস্ একলা পেলে ।
মন আমার হাল্কা বাতাস
আগুন জ্বালিস্ কথার ফুলকি ছূঁড়ে;
       নদীর পাড়ে ঝিনুক খোঁজার ছলে
       ঢেউ ভাঙিস্ আমার বুকের তলে
আবার যদি আঁচল টানিস পিছন হতে
পিঠের মাঝে কিল খাবি এক গুমটি করে ;


সাঁঝের পরে রাত্রি এলে
দুললে চাঁদ আকাশ তলে ; হঠাৎ দেখি
জোনাক জ্বলে বুকের মাঝে;  আর
ঘুম আসে না মাঝ রাতে । আজ
ভীষন ইচ্ছে করে তোর কাছে যাই ;
সব ফেলে  -এই একলা ঘরে ।