না ছূঁয়ে
পারিনি থাকতে
ভোরের লাল সূর্য ।
                    ক্রমে ক্রমে
                    পুড়িয়েছি দু’হাত
                    প্রখর রৌদ্রে !
সাঁঝ গেলে, ভাবি-
চাঁদ হয়ে দেবে
অনেক জোছনা; তাই
পারিনি লুকোতে
ওই নীল রাত ।
                    রাত-ভর                  
                    গোপন মুদ্রায়
                    উদ্ধত গ্রীবা ছিঁড়ে খায়
                    নোয়ানো কচি পাতা ।
পশ্চাতে
স্পর্শের আগুন
রেখে গেছে নীরবে,
হৃদয় পোড়ার এলোমেলো দাগ !