স্বপ্ন সত্যিই ছিলো;
মুখ-আঁধারিয়া বসন্ত নীল সন্ধ্যায়-
খচ খচ কত কথা বললে ;
অসীম টানে শুধু শুনেই গেলাম ।
হাড়হদ্দ সব বোঝো তুমি ! পৌরুষ গন্ধে মাতালে ;তবুও
হৃদয় তোলপাড় করা কথাটি বললে না ।
                  আমারো বলা হলো না ……


নির্জন দুপুরে ,
মোহনীয় আদিম চোখে ডুবে থাকি -  স্বপ্ন এমনই ছিলো ;
হঠাৎ খোঁপা খুলে জড়িয়ে নিলে ঠোঁটে-গালে-বুকে ।
                আমি নিশ্চুপ ভাঙনের শব্দ শুনেই গেলাম ….
                তুমি ভীষন বেহদ্দ ! তবুও
হৃদয় তোলপাড় করা কথাটি বললে না ।
                     আমারো বলা হলো না ……


সিঁড়ির সবচেয়ে উঁচু ধাপটায় তুমি
আমি তার নিচেরটাই-   হুবহু স্বপ্নের মতো ;
মাথার উপরে খোলা আকাশ , দু’জনার বৈশাখী শরীর ।
           ঠোঁটে মৃদু হাসি নিয়ে বললে-  চলো মেঘ আনি ,
           উচাট  তুমি ! আমায় নিয়ে ভাসলে ; তবুও
হৃদয় তোলপাড় করা কথাটি বললে না ।
                     আমারো বলা হলো না …… ভেসেই চললাম