বনজোছনায় কিংবা গোধূলি লালিমায়
প্রাণসর্বস্ব প্রিয়তমার কাজল আঁখি ;
আর পলিমাটি এজীবন- বড় ভালোবাসি ।
তবুও তো সব  যায় না যে বলা –
বুকের ভেতর স্রস্ত চাঁদ ও শবের কান্না !


নীরবে নিভৃতে কিছু অনুভূতি, দীর্ঘশ্বাসে-
সুখের আড়ালে হৃদয় আমার শঙ্খবিষ ।
        তাই বুঝি লালসা লালিত্যে –
        এ ঠোঁটের ধারে, এ বুকের পরে ;
        অস্থিভস্ম ঝরে পড়ে অনায়াস ।


প্রতি সূর্যের করবী উদয়- যেন সোহহং ;
তবু কেন এ পৃথিবী আজ এক বধ্যভূমি লাগে ?