আমি সবাইকে ভালোবাসি না।
সেই স্কুল জীবনে একবার এক তরুণী আমায় খুব করে চেয়েছিল,
ন্যাকা কাদাঁ কেদেঁ বলেছিল আমায় ভালোবাসে।
আমি সেই সুন্দরী বালিকার প্রতি দুঃখ বোধ করেছিলাম মাত্র!
করুণা হয়েছিল খুব,তবু তাকে ভালোবাসি নি।
আমি সবাইকে ভালোবাসি না!


প্রথম কলেজে গিয়ে এক ভয়ানক সুন্দরীকে দেখে প্রেমে পড়ে যাই!
তার বাদামী রঙের চুল,হরিণী চোখ,আকর্ষনীয় বুক,কি দারুন স্বচ্ছ কন্ঠস্বর!
আমাকে প্রতিনিয়ত ডেকেছে!ক্লাসের ফাঁকে,পড়ার ছ্বলে আমার কাছে আসতে চেয়েছে
তবু আমি প্রেমেই পড়েছি বারেবার,-ভালোবাসি নি।
আমি সবাইকে ভালোবাসি না!


আমাকে যে প্রথম শিউলি ফুল চিনিয়েছিল,
কয়েকটি শিউলি আমার বুক পকেটে ঢুকিয়ে দিয়েছিল যে
আমি তাকে ভালোবেসেছিলাম,আমি তাকে ভালোবাসি।
আমি সবাইকে ভালোবাসি না
যে আমার হৃদয় ভেঙে চুরমার করে দিয়েছিল,
যে আমায় মানা করেছিল কোন ফোন কল করতে
আমার সামনে অন্যের হাত ধরতে যার কোন দ্বিধা হয় নি
আমি তাকে ভালোবেসেছিলাম,আমি তাকে ভালোবাসি।
আমি সবাইকে ভালোবাসি না!