বহুদিন আগে,সেই কবে!তারপর হয় কতদিন আর হয় না দেখা।
আধাঁরে আধঁরে কত শ্রান্ত চোখে ভিজে ওঠে বালিশ।
মন পড়ে রয় দূরে,বহু দূরে তবু আর ফেরা হয় না বাড়ি।
ঐ আকাশে দারুন নিঃসংঙ্গ নক্ষত্রের মত চিল
পৃথিবীর উপর দিয়ে উড়ে বেড়ায় তবুও তো নামে না গাছের ডালে!
---বৃষ্টির জলে ভেজেনা,কেবল রোদের আগুনে জ্বলে!
তবু তারাও তো কিছুদিন বেচেঁ থাকে,তারপর একদিন মরে পড়ে রয়।
বাড়ি ফেরা হয় না আর,চিল'দের মতই
পুড়ে পুড়ে একদিন মরে যেতে হয়।