আমার পথে পৃথিবীরা থেমে যায়
বাতাসের শুষ্ক রঙ ধুসর পান্ডুলিপি'র মত
প্রেমিকার স্পর্শ হারায়।
ধীরে ধীরে অতীতের যন্ত্রণা ডাল-পালা ছাড়ে বট বৃক্ষের মত।
আকাশে আছে তারা যত তুমি করেছ বুকে তার চেয়েও বেশি ক্ষত।


তুমি শীতের শুকনো পাতার মত ঝরে পড়
আমার রক্তাক্ত শার্টের পকেট থেকে,
ইচ্ছে হলেই অন্যকারো বুকে বসতি গড়
আমার প্রেম দূরে রেখে।
আবার ইচ্ছে হলেই ফিরে আসো,দখল কর তোমারই স্থান!
কে জানে আবার কবে হবে আরও একটি চুম্বণের জীবনাবসান!