নির্বাসন


আজ বসন্তের প্রথম রাত,
তবুও অন্যসব অভিশপ্ত রাতের ব্যতিক্রম নয়।
সবাই ব্যস্ত,বসন্তের শুভেচ্ছা আর
হলুদ পাঞ্জাবি নিয়ে!
আমিও কোন একদিন বসন্তের কোকিল ছিলাম,
আমারও গা'য়ে বিকালের হাওয়া লাগত
কিন্তু আজ আমি অভিশপ্ত!


বহুদিন আগে হারিয়ে গিয়েছিলাম
পথ খুজে পাইনি আর!
শুনিনি আর কোকিলের ডাক,ভোরবেলায়,
দেখিনি আর সূর্যাস্ত,সন্ধ্যেবেলায়।


জনগন,লোকালয় থেকে বিচ্ছিন্ন হয়ে
কোন এক বদ্ধ ঘরে আবদ্ধ!
ভাঙা জানালা দিয়ে তাকিয়ে আছি
রাতের নির্লিপ্ত আকাশে।
জানা নেই,স্বাধীনতা আছে কি নেই!