কাছেও তুমি, দূরেও তুমি
থাকো মোর আশে-পাশে
ভাসাও তুমি, ডুবাও তুমি
আসো আমারি বাস-এ

বসে থাকো, মিশে থাকো
মনের কোঠর চারিপাশে
খানিক বাদেই লুকোচুরি
আরো আপন হবার আশে

ভালোবাসি, সমুদ্রে ভাসি
বলিবো সে কথা কেমনে?
বুকের কোণে চেপে রাখি
পাহাড় রাখে ধরা যেমনে!

ব্যক্ত করেছি ইশারায় কত
জমিয়ে রাখা ভাবের ফাগুন
চাতক নয়ন রোমাঞ্চিত হয়
লাগবে ভেবে সুখের আগুন

চন্দ্র আলোয় তোমায় দেখি
মোহন শিফন শাড়ির ভাজে
চাঁদ ও লুকায় লাজুক চোখে
মাধুর্যে, তোমার মত না যে!

তারারা হাসে তোমায় দেখে
রিনিঝিনি নুপুর ধ্বনি সাজে
ব্যস্ত প্রহরগুলি অলস হয়েছে
মন বসেনা আর কোন কাজে

গোলকধাঁধায় পড়ে আছি যে
কমনীয় পরশ ও ভাবালুতায়
হৃদয়ের ঘরে লাগাম দিবো?
কেমন করে, কোন ছুতায়?
_______________________________________
রচনাকালঃ ২৪.০৪.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]