হৃদয়তন্ত্রীতে সাজে বহু সুরলহরী, বাজে প্রণয় বীণা
ঘায়েলিয়া-মনঃহরনী দীপ্তি, না জানি তোমারি কিনা!
অগ্নিঝরা স্বর্ণকমল ফুঁটেছে কত, চিত্তদুয়ার ভেদিয়া
আর্দ্র প্রেমের ভাবুক ইন্দ্রজালে, তমসাচ্ছন্ন ছেদিয়া

হায়! হলো একি! নয়ন খোলা রাখি কি বন্ধ করি!
দোদুল্যতা করছে খেলা, অন্তঃকরন কপাট জুড়ি
রুপের বিদ্যুৎবাণে এফোঁড়-ওফোঁড়, প্রমিতক্ষন
বিষাণ বাজে হেরেছে, লুকায়িত যত তামস গ্রহন

স্পর্শ আস্তরণে, শিরা রন্ধ্রে রন্ধ্রে মোহিত রাগিণী
বহুকাল পরে হঠাৎ যেন, ফুঁসছেই কোন নাগিনী!
হাজারো টাটকা করবী ফুঁটছে ঐ, স্বপ্নপাহাড় জুড়ে
রক্তগোলাপ ফুটছে আরো, মেঘমালার পরত ফুঁড়ে

মুগ্ধ কোকিল নাচছে ডালে, গাইছে আপন মনে
যাদুর জিয়ন কাঠির পরশ যেন, পাচ্ছে কোন বনে
থর-থর করে কাঁপছে হৃদয়পিণ্ড, মায়ামাখা হরষে
গর্জে উঠছে নয়ন বারিধারা, আকুল করা পরশে!

হৃদয়ডমরু বাজছে নিয়ত, প্রীতিনৃত্য ও ছন্দ বানে
নিঃশেষ বুঝি হয়েই যাবো, ওমন আকুল ঐকতানে
উজাড় করেই দিলাম মানস, তব রাজ্য পরে সঁপিয়া
যজ্ঞপারে জ্বলুক অগ্নি, বাজুক ডঙ্কা; কাঁপিয়া-কাঁপিয়া

________________________________________
রচনাকালঃ ০৪.০১.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]