আকাশে আজ একফোঁটা ও মেঘ নেই
নেই বিন্দুমাত্র আলো-আঁধারের খেলা
সেজেছে তুলতুলে কিছু মেঘের কঙ্কণে
ঘামছেনা আর ক্ষনে ক্ষনে খেয়ালের বশে

সমীরনে এঁকে যায় সুখের অচলায়তন
বুকে লিখে দেয় প্রশান্তির সে পরশ ধারা
নিয়ে আসে বারতা রাশি, সবুজ চিঠির
শৃঙ্খলিত ঝঞ্ঝা পাশে ফিরবে না আর

নদীর বুকে বেড়ারা স্রোত স্ফীত হয়ে
মাছের দল খলখলিয়ে ঊঠছে সদা-ই
নিম্নদেশের তরুলতাও সে কি মগ্নতায়
বালুকা কনা খেলছে কি মধুর আবেশে

বনবীথি গাইছে এক সুরে এক ধ্যানে
বসন্ত আবেশী ছোঁয়া জেগেছে প্রাণে প্রাণ
মুখরিত হচ্ছে সব মায়ামাখা কলতানে
ছায়াসমেত সকল মন এক তীর্থ তীরে

এক টুকরো আলো আজ সবার ঘরে
বাঁধন কেটে নতুন করে নাঁটাইয়ে যুক্ত
পবিত্র করতঃ মগ্ন অনুক্ষণ, দিবস-যামী
সুরে সুর বেঁধে চলি সব, প্রিয়তর হতে

_____________________________________________
রচনাকালঃ ০৩.০৭.২০১৪ ঈসায়ী

[ আমার সকল রচনাবলী (ইসলামিক কবিতা ও অন্যান্য) আমার ব্যাক্তিগত ব্লগ www.tanin87.blog.com এ ইনশাআল্লাহ্‌ যেকোন সময় পাবেন ]