তোমার বিদায় বেলার চিন্হরা,
                  আজ স্মৃতির ভিড়ে নিষ্প্রভ
   সহবাসের চিন্হরা আজ,
                  কালের আধিপত্যে বিলীনতার পথে।
   নিস্তেজ চিতার একমুঠো
                  ছাই, নীর এর অতলে চিরনিদ্রিত।
   ছড়িয়ে পড়া খইগুলো আজ,
                  বেনামী ঠিকানার অতিথি।
   শুধু পড়ে থাক তোমার
                  খোপার কাঁটা;
   আর নীল রঙা ওই
                   নকশি-কাঁথা।।।