আজ বহুদিন বাদে আবার,
      তোমার উপস্থিতি অনুভব করলাম
শোবার ঘরের দরজা খুলতেই।
      ক্ষণিকের চমক ভেঙে যেতেই,
তড়িৎ গতিতে ছুটে গেলাম
                       জানালার দিকে।
না, ভুল হয়নি আমার একটুও।
      তুমিই ছিলে, তোমার উপস্থিতির
                       রেশ এখনো স্পষ্ট।
তবে প্রত্যেক বারের মতো,
      আজও তুমি অধরা থেকে গেলে।
ক্লান্ত দেহ, শ্রান্ত মন, ধীর পায়ে
      গিয়ে বসলাম আমার বিছানায়।
অবসন্নতার বোঝা হালকা করে,
                       লুটিয়ে দিলাম নিজেকে।
জানিনা কতক্ষন ছিলাম এই অবস্থায়;
      চোখ খুললাম তোমার শুভ্রতার স্পর্শে।
স্নিগ্ধ তুমি, সুন্দর তুমি,
                     প্রেমের প্রতীক তুমি
বিরহের নিদর্শন তুমি আর কলঙ্কের
          নির্মম উদাহরণ তুমি।
কে তুমি? নিজেকে কখনও এই প্রশ্ন করেছ?
          ভেবেছ কী?
                      কে তুমি?