আমার কান্না ভেজা চোখের পাতা
               আজ তোমাকে খোঁজে,
তুমি কী একবারের জন্যেও
                বৃষ্টি হয়ে ঝরবে, আমার
          কান্না ভেজা চোখের পাতায়?
ব্যথাতুর চোখের কোলে তোমার
                স্নেহ মাখানো কোমল স্পর্শ
করবে আবার?
                বৃষ্টি হয়ে ঝরবে, আমার
          কান্না ভেজা চোখের পাতায়?
তোমার যাওয়া আসা সব
                ঠিক করে রেখেছি।
রাতের অন্ধকারে, ঝোড়ো
                হাওয়ার মতো আসবে আবার?
ঝড় হয়ে এলোমেলো করে দেবে কী
                 আমার সব লুকিয়ে রাখা যন্ত্রণা?
                 বৃষ্টি হয়ে ঝরবে, আমার
            গভীর ক্ষত বুকের মাঝে?
বৃষ্টি শেষে, আকাশের কালো মেঘের আড়ালেও
                         সবুজ পাতারা চিক্ চিক্ করে ওঠে।
তেমনি শত যন্ত্রণার মাঝেও
            আমি হাসি, কিন্তু
সেই হাসিতে অভিনয়টাই বেশি।
            যন্ত্রণা গোপন করার প্রয়াস,
আর কিছুমাত্র নয়।
           ফিরিয়ে দেবে আমার হাসিটা?
                 বৃষ্টি হয়ে ঝরবে, আমার
           ব্যাথিত বুকের মাঝে?
তোমাকে একদিন খুব ভালোবেসে ছিলাম;
                         তাই হয়তো নিঃস্ব হয়ে গেছি।
ভালোবাসাটাও আমাকে ছেড়ে চলে গিয়েছে
           বলতে পারো, স্বেচ্ছায়
তোমার হাতে তুলে দিয়েছি।
                         তাই আকাশের কালো চাদর
সরে গেলেও, আমার মনের
           অন্ধকার এখনও আগের মতো।
আর একবার ধরবে আমার হাতটা?
                সেই বৃষ্টি ভেজা দিনটার মতো?
               বৃষ্টি হয়ে ঝরবে, আমার
           নিঃসঙ্গ হাতের ওপর?