মনে পড়ে, একদিন তোমার সুখের পাখিটা
       উপহার দিয়েছিলে আমায়।
দু'হাত  ভরে গ্রহণ করেছিলাম সেই উপহারটা।
             যত্ন করে তুলে রেখেছিলাম, আমার
                   মনের বদ্ধ খাঁচায়!


ঠিকানা জানতাম শুধু,
              আমরা দুজনে।
সেখানে যখন তখন তোমার আনাগোনায়,
         সুখের পাখিটা যেন
                 ছটফট করে উঠত।
         না সে যন্ত্রণার নয়, পরম সুখের।


আদিমতার তীব্র উল্লাসে, নিভৃতে
             মেতে উঠতাম আমরা;
         পরম সুখের খেলায়।
চরম মুহুর্তের আগে একবার,
               তীব্র যন্ত্রণায়, চিৎকার করে উঠতে
          সেই সুখের পাখিটা।


তারপর এক গভীর অবষাদ ;
         এসে ভরিয়ে দিত
               আমার সারা শরীর!