আজও আছে তোমার হয়ে
        নির্জন ঘর, নিঃসঙ্গ বালিশ, তোষক, পর্দা
                         আর একটা মেয়ে
আজও আছে  তোমার হয়ে।
        ভিজে  চুল, উদাস চোখ, দৃঢ় আলিঙ্গন
                         কোমল বাহুডোর
আজও আছে তোমার হয়ে।
        ঝড়ে  যাওয়া পাতা, ভিজে ঘাস,
                         অন্ধকার গলি
আজও আছে তোমার হয়ে।
        লেকের উজ্জ্বল রেলিং, শুন্য বেঞ্চ, কুয়াশাচ্ছন্ন ল্যাম্পপোষ্ট
                         আর ঝাপসা রেলস্টেশন।
আজও আছে তোমার হয়ে।
        এলোমেলো বিছানা, একসাথে মাটিতে পা ফেলা, স্নিগ্ধ হাসি
                        আর আয়নায় আমাদের প্রতিচ্ছবি
আজও আছে তোমার হয়ে।