বৃষ্টি তোমাকেই আজ বড় প্রয়োজন
খরা আজ হূদয়ে,বুকের জমিনে
সবুজ হচ্ছে বিবর্ণ,হলদে
কাঠফাটা রোদে তৃষ্ণার্থ আমি চাতক
নাগরিক জানালা চাইছে তোমার পরশ।
পিচঢালা পথ যেন শুকনো জিহ্বা
একফোটা জল চেয়ে চাইছে তোমার করুনা
হে মেঘের মেয়ে তুমি ঝরে পড় আবার
আমা ছুঁতে চাই তোমাকে একটিবার।
নিয়ে এসো সেই মাটির সোঁদা গন্ধ
কেন করে আছ দরজা তোমার বন্ধ?
দেখাও তোমার সৌদামীনির শিখা
মুছে দাও আজ সকল পঙ্কিলতা।
কামনায় শুধু তোমার স্নিগ্ধ মুখ
এনে দাও সেই অঝোরধারার সুখ।