আমরা স্বপ্ন নিয়ে বেঁচে থাকি।সবাই স্বপ্ন দেখি।কার কতটুকু পূরণ হয় জানি না।তবুও স্বপ্ন দেখি।বেঁচে থাকার স্বপ্ন,বড় হওয়ার স্বপ্ন,ভালভাবে বেঁচে থাকার স্বপ্ন।আমি,তুমি,আমরা সবাই স্বপ্ন দেখি।মাঝে মাঝে স্বপ্নগুলো একটা লাল প্রজাপতি হয়ে উড়ে বেড়ায় মনের বাগানে।হয়তো রক্তের চেয়েও লাল।আবার কখনো প্রজাপতিটা ডানা ভেঙে পড়ে যায়।

সে আসলো,একমুঠো স্বপ্ন নিয়ে।আমি স্বপ্ন দেখতে শিখলাম।তার স্বপ্নগুলো আমি কি গভীরভাবে আপন করে নিলাম! সে নিল আমাকে স্বপ্নের মত করে।তারপর স্বপ্নগুলো কোন এক ঝড়ে ভেঙে যেতে চাইলো।আমি আঁকড়ে ধরে রাখলাম।ঝড় শেষে আমি তার স্বপ্নগুলো মেলে ধরলাম তার সামনে।সে বলল,চাই না।
তারপর,কান্না আসলো,অশ্রু আসলো,বুকভাঙা ব্যথা আসলো।হাতের আঙ্গুল গলিয়ে হারিয়ে গেল রঙিন স্বপ্নেরা আমার!