তুমি ভেবেছিলে এক প্রহরেই শেষ হয়ে যাবে
তোমার প্রতি আমার সমস্ত ভালবাসা
যেমন শিশিরেরা মিলিয়ে যায় অনায়াসে
আলোকিত ভোরের দেখা পেলে।
তুমি ভেবেছিলে এ মোর অযথা আবেগ
নিঃশ্বেষ হবে এককালের বাস্তবতায়
যেমন নদী তার যৌবন হারায়
ঝরনার স্রোতধারা থেমে গেলে।
তুমি ভেবেছিলে আমি হারিয়ে যাব
অযাচিতভাবে তোমার জীবন থেকে
যেমন এক নক্ষত্রের পতন ঘটে
কোন কুক্ষণে আকাশের বুক হতে।
শিশির তবুও প্রতিদিন ঝরে
নদী তার জলটুকু নিয়ে হয়ে যায় স্থির
নক্ষত্র পতনের দুঃখ ভুলে যায় আকাশ।
শুধু আমি পারবো না হারিয়ে যেতে
পারবো না নিজ গতিতে চলতে
তোমাকে ছাড়া কখনো-সখনো এক মুহূর্ত।
তোমার দিকে চেয়ে মোর বোবাদৃষ্টির কথন
তুমি কি কখনো বুঝতে পেরেছ?
তোমার তরে গড়া অশ্রুমুক্তোর সাতনরে হারে
দেখনি কি ভালবাসার রামধনু জ্বলে?
চোখের ভাষাহীন,রংহীন জল তোমার কাছে
আজো কি অভেদ্য কুয়াশা মনে হয়?
তোমার জ্যামিতিক মুখের ভাঁজে ভাঁজে
কোন এক পথিক আজো খুঁজে চলে একাকী
তন্ন তন্ন করে প্রতিটি সুখের সংঙ্গা।
তোমার চোখের স্নিগ্ধ সরোবরে
একটি স্বপ্নপদ্ম ফোটাতে কি তার আকুলতা!
তোমার ঠোঁটের প্রতিটি কোষ চুঁয়ে চুয়ে
ঝরে পড়ে কত শত গোলাপের পাপড়ি
ঐ দেহের খাঁজে খাঁজে আছে যে মাদক গন্ধ
ভুলবে না সে পথিক যদিও হয় অন্ধ।