গভীর অন্ধকার পৃথিবী ঘুমিয়ে পড়ে
শ্রাবণের ধারায় দু'চোখ ধেয়ে আসে।
না পাওয়ার বেদনায় অশ্রুজল কোথায়?
দূরে কে বা বহুদূর,আমি এখানেই
সমাধিত চাই!


ধূসর ঘনঘটা বর্ষার বৃষ্টি'তো প্রয়োজন
নেই,এইতো আমার দিকে ফিরে চাও?
আমি নিজেই জল উপহার আনি
সচ্ছলতা নেই, আছে নোনাপানির প্লাবন ।


ধীরে ধীরে মৃত্যুর সীমানায় আসি
আর ভাবি বেইমান,কত বড় সে!
যে সত্যের প্রতিশ্রুতিতে মিথ্যের অভিনয়।
হারিয়েছে নিষ্ঠুর পাষানে প্রভাবিত
কলঙ্কিত তার দেহ।