প্রণয়ের দূরূত্ব যতই থাক আমি আসবো
হাজার মাইল পাড়ি দিয়ে!


মত্তিৃত্তিকার অনন্ত সুখ তোমার জন্য অন্বেষিত আনব
ঐ বিধাতার কাছ থেকে ।


আমি হিমালয় অতিক্রম করবো শুধু তোমার
প্রেমের দাম দিতে।


আমি আকাশকে সাক্ষী রাখবো প্রেমের দাম
লিখে রাখতে!


সূর্যোকে বলে দিবো অনষুঙ্গের আলো হয়ে
ভুবন রাঙাতে'


ভ্রমরকে বলে দিবো ফুলবাগিচায় পুষ্পমধু সংগ্রহ করে
প্রণয়ের আলাপনে,


তোমাকে আমন্ত্রণ দিতে আমার শেষ চাওয়া স্বর্গ
জুড়ে তোমাকে চাই!