আমার নিশি কাব্য জ্যোৎস্না তোমার জন্য!
শুধু স্রাবণ ধারায় কাব্য রচনা আমাকে লিখো?
ঝর্নার স্রাবণে গান গেয়ে যায়,বৃষ্টির প্লাবন
থেমে থেকে আয়!

শুধু অবুঝ প্রেম হৃদয়ে রেখে নিও!
স্রাবণ ধারায় কাব্য রচনা আমাকে দিও?
রাত্রি রজনী হয়,প্রেম বারে জ্বালা!
অনন্ত শিখা কেন পুড়ে অনিবার।


নীলাদ্রি প্রেম কেন হারিয়ে যায়?
আমার নিশি কাব্য জ্যোৎস্না তোমার জন্য!
শুধু স্রাবণ ধারায় কাব্য রচনা আমাকে লিখো?