নতুন সোনালীতে ঝড়া পালক
জলে ভাসে,
ঘন মেঘ জমে আকাশে বৃষ্টির
কান্না আসে!


ফুল গুলো ঝড়ে কাটার
আঘাত অন্তরে,
ভালোবাসা শেষ হয় কষ্ট শুধু
কান্না করে।


সম্পর্ক নষ্ট হয় আপন মানুষ
দূরে সরে!
বিশ্বাস ভেঙে যায়,কথা দিয়ে
কথা না রেখে।


ভালোবাসা বিচ্ছেদ হয়
সম্পর্ক চির ধরে।
স্বপ্ন ভেঙ্গে যায় মিথ্যে আশার
স্বপ্ন দেখিয়ে।


ফুলের গন্ধ শুকিয়ে যায়
ফুল ঝড়ে গেলে,
নদীর ঢেউ উতলা হয়
চোখের বন্যা হলে!


স্বার্থ শেষ হয়,হিসাব নিকাশ
শেষ হলে।
সম্পর্ক ভুল হয় অযোগ্য
প্রামান হলে।


ভালোবাসা পরিমাপ হয় অসময়ে
পাশে থাকলে।
নিঃশ্বাস বন্ধ হয় অক্সিজেন
ফুরিয়ে গেলে,
আর তখন চলে যায় না ফেরার দেশে।