উৎস্বর্গ


      রাত্রি আমার সঙ্গ হল মিষ্টি মধুর সুরে
প্রভাত আমার দোয়ার খোলাস্বপ্ন রাঙ্গা ভোরে!
ইচ্ছে আমার কপাল পুড়া নিজের সঙ্গে আড়ি,


   কত বেলা শেষ পোহালো আসিনি যে বাড়ি।
   হাটার পথে কাটার খেলা খেয়াঘাটের মাঝি,
   একটু ধারা ওরে শ্রাবণ যাচ্ছি আমি আজি।


   পুষ্প গন্ধে মাতাল যে আর হারাই তার দেখা
   সে যে আর,আসবে না যে আমার সঙ্গ একা।
     দীর্ঘ রজনী নিদ্রা যে নাই স্বপ্ন ভাঙ্গা ছায়া,


   তাহার জন্য কান্না আমার হয়নি যে তার মায়া!
আকাশ আমার সঙ্গী ভেলায় আমার প্রিয়জনদু'জন
  আমায় ছেড়ে ভালোই আছিস ওরে বন্ধু সুজন।


তানজীব