সাহিত্যমনা সবার প্রতি শ্রদ্ধা রেখে শুরু করলাম।আমি কবিতা বা সাহিত্যের অ আ ও বুঝিনা। সাহিত্য ভাল লাগে তাই সাহিত্যের মধ্যে নিজেকে ব্যস্ত রাখি।যেহেতু আমি কর্মজীবী তাই সময় করে রাত জেগে পড়তে ভালবাসি। পাশাপাশি দুচার লাইন লেখার চেষ্টা করি।আমি জানি আমার মত অনেক পাগল আছে অনলাইন জগতে।যাঁদের স্বপ্ন আছে এই প্লাটফরম এ নিজেকে পরিচিত ও প্রতিষ্ঠিত করার।কিন্তু যে বিষয় টি বাধা হয়েছে তা হল বড় বা প্রতিষ্ঠিত লেখক গন যারা এই বিষয়টি ভাল বুঝেন তারা তারা আমাদের (নবীনদের) সাপোর্ট দিচ্ছে না।আমি এখানে সাপোর্ট বলতে বুঝাচ্ছি অনুপ্রেরণা না সাপোর্ট বলতে বুঝাচ্ছি অনুপ্রেরণার পাশাপাশি ভুল গুলি যদি ধরিয়ে দেন তাহলে আমরা নবীনরা নিজেকে শোধন করতে পারি।কেউ নিজে থেকে বড় হতে পারেনা যদি পথপদর্শক না থাকে।তাই সকল কবি সাহিত্যিক গনের কাছে আমার আকুল আবেদন তারা যেন অনুপ্রেরণার পাশাপাশি চোখে পড়া ভুলগুলো ধরিয়ে দিয়ে মন্তব্য করেন।


সর্বশেষ সকল বাংলাভাষী সাহিত্যিক দের অনুরুধ কোন ইংলিশ কবিতায় কি কখনো বাংলা কোন শব্দ খুঁজে পেয়েছেন। মনে হয় পাননি তাহলে কেন আমরা তাদের শব্দ আমাদের সাহিত্য চর্চায় ব্যবহার করব।ভাষাকে সাহিত্যিকরাই বেশি সম্মানের যায়গা দিয়েছে।সেই দৃষ্টিকোণ থেকে সবাইকে আলোচনার মন্তব্য আশা করছি।