অপলক চাহনী আর মায়ার বাঁধনে
বাঁধনের আহ্বানে, বলেছিলে কাছে এসো না,
আকাশ,বাতাস,মাটির দিগন্তবৃত্তে
প্রেমের জাগরণে, বলেছিলে ভালোবেসোনা।


সুখ দুঃখের ভাগাভাগি করতে নিঃস্ফল
হাতের ইশারায় হাত দিতে, বলেছিলে বন্ধু ভেবো না,
ভাবনার অথই সাগরে মায়াজাল ধরণীর
ঠিকানার আশায়, বলেছিলে আশ্রয় চেয়ো না।


আঘাতে আঘাতে মনুষ্য ঘৃণিত মনমালিন্য
সব নিরর্থক ভাবায়,বলেছিলে দুঃখ দিও না,
একটু আশার প্রদীপালোক হৃদয় উদগ্রীব
আলোকছটার আশায়,বলেছিলে সুখ চেয়ো না।


মায়ার বাঁধন ও নিরর্থক তোমার বিচার
ভাবনার সাগর সাঁতরে আজ আমি সত্যিই ক্লান্ত,
চাইলে কিছু দাও,সহযোদ্ধা বলে কিছু নাও
না পারো, মৃত্যু কে দিয়ে করতে পারো ক্ষান্ত।