আকাশের মন ভাল নেই বলেই চাঁদ
আজ জোছনা বিলায় নি,
সারা রজনী অন্ধকারময় ছিল
মন কালোর সৌন্দর্য এত স্পর্শিনী আগে দেখেনি।


অম্লীয় আমি ঝিঁ ঝিঁ পোকার সাথে
একটু আলোর আভায় চক্ষু মেলে,
মগ্ন ছিলাম বাঁদুরের আসা যাওয়ায়
স্বরূপে দিনের চাকচিক্যতা ভুলে।


মহাপ্রলয়ে শুনেছিলাম সাত রজনী
থাকবে এমন দিবারাত্রি আলোবিহীন,
থাক না থাকুক যাক না যাক
কালোর আলো তাইতো ভাল সূর্যহীন।


আশার বাসা স্বপ্নের খোলাসা
মনের বাসনা সবই আছে নিরন্তর,
স্বর্গীয় সুখ নিছক দুঃখময়
কখনো বুঝে নি চঞ্চল অন্তর।


হটাৎ কপাৎ না বলে চললে
না ফেরার ঐ দেশে,
মলিনবিধুর তন্দ্রায় আমি
তেপান্তরের মাঠে ঘুরি উন্মাদবেশে।