রাতজাগা পাখি আজ কোথায় তুমি
স্বপ্ন যে আজ শেষের পাতায়,
দাও দেখা না করে একা
দেবো তোমায় পুর্ণ করে পূর্ণতার আভায়।


কিগো দাও দেখা চাঁদ টার পাশে
প্রতিনিয়ত যেভাবে আমায় জাগিয়ে,
স্থুল ক্ষনে হলেও একবার এসো
আজ যে শেষের ছবক নাও রাঙ্গিয়ে।


উজ্জ্বল হয়ে প্রতিক্ষণ তুমিই তো ডাকতে
তবে আজ কি হল বল?
আজ যে তোমায় আমায় নেওয়ার ক্ষন
আজ যে আমি প্রস্তুত এপার থেকে তুল।


তোমার পানে চেয়ে চেয়ে কত কেঁদেছি
কতইনা হাতের ইশারা তোমার,
একটি দিনও হউনি আড়াল
কত ডেকেছো স্বপ্নে আমার।


বলেছি আমি যাব না পৃথিবীর মায়া ছেড়ে
স্থির করেছি তোমার আদর পাবার,
কি হলো আজ নেই দেখা তোমার
তাহলে কি বুঝবো আমি নিষেধ আছে নিবার।


মা বলেছে আমায় মিছে আভায়
ডাক তুমি বারংবার সবি তুচ্ছ,
বুঝব কি তোমার হাত ধরে দেখানো রাস্তা
দিশারী তুমি ওপারে সবি তুচ্ছ।