অনেক স্বপ্ন নিয়ে এতটা পথ হেটে
আজ নিস্তব্ধতা থেকে শিক্ষা নিয়েছি,
সেই বাবার হাত ধরে অ আ থেকে শুরু,
সব খয়ে আজ অর্থ যে সব মেনে নিয়েছি।


খেলা বাদে, উৎসব বাদে নেহায়েত শুধুই লেখাপড়া
কি পেলাম কিইবা হারালাম হিসাবে দেখেছি,
পাড়ার সবচেয়ে আধু ছেলেটা আজ
কলেজ প্রভাষক অর্থ জোড়ের পায়রা মেনেছি।


নিঃশ্ব আমি রিক্ত আমি অর্থ নাই বলে
হাসির পাত্র দাম্বিক রসিকের রসাতলে,
আমি ভাবি ভাবনার আকাশ পানে
আমি আসলে কি সমাজের কোনদলে?


ধনের ধনি যাচ্ছে উচ্চঘর শিক্ষানীতি শুধুই খেলা
ঘুষের রাজ্জ্বে বাংলা রাজ্যময় খায়না বল কে?
নাই বলে আজ অর্থ ধনে ধনি হবেনা স্বপ্নিল পেন্ডেল
বাবা যা ছিল আমিও তাই ছেলে হবেনা বলবে কে?