এখনো কি তোমার চোখে
আমার ছায়া পরে,
যা দেখেছিলাম আপন মনে
আমার চোখ দিয়ে সাত বছরভরে।


রাস্তার পাশে তুমি যখন
স্কুল বাসটির আশায়,
আমার সিট তোমায় দিয়ে
আদর করে বসায়।


মুচকি হেসে বলতে তুমি
আমার জন্য এত কর তুমি,
আমার মনে কি হত তখন
এখনো ভাবী আমি।


বলতে তুমি আমায় ছাড়া
পথ চলা হবেনা তোমার,
বলতাম আমি আশায় মনে
তুমি শুধু আমার।


পড়তে বসলে বইয়ের পাতায়
তোমার ছবি বাসতো যখন,
স্বপ্নে বিভোর হয়ে আমি
হারিয়ে যেতাম তখন।


আমার একটু আংগুল গরম
যখন আমার হয়তো,
অসুখ যেন আমার হয়নি
তোমার মলিনতা কইতো।


অন্ধকারে নিশির আলোয়
হারিয়ে গেলে তুমি,
দৃষ্টির বৃষ্টি নিয়ে
এখনো কাঁদি আমি।