কান্নাকাটি শুরুতে ছিলই শুধু আমার
হেসে ছিল আপনজন তখন দেখছিলাম,
না চিনেছি মাকে আমি না বুঝেছি আপন
চিনাতে কি চিনতে অবুঝ কেন এলাম?


অট্রহাঁসির মায়াজালে নিজেকে করে সমর্পণ
বাবার ওরসে মায়ের গর্ভজ সবচেয়ে আপনজন,
দেখালে ভুবন করতে আপন দেশ আরেক মাতা
কাহারো চেয়ে কম নেই কেউ মাতাই যে দুজন।


হিংসা মনে অহিংস আমি কেবল যদি পায় স্বীকৃতি
মাটি আমার আদিমতা এই মাটি তার দাবিদার।
তাইতো আমি গাই আজি গান সংকল্প করে
জন্মিবো এই দেশে মাগো তোমার গর্ভে জন্ম যতবার।


কালো হৃদয় কালো ভাবনা হায়নার দল
হউ হুশিয়ার করছি সাবধান
ভন্ড ভাবনা চিন্তা খারাপ ফুলছে কলাগাছ
কান্ডারীকে ভুলে আজ তুলছো গোলায় ধান।


সময় বলবে তুচ্ছ সবি না দিয়ে মনকে বলিদান
খাচ্ছো খাচ্চোর মায়ের সন্তানকে অবহেলা করে,
রাখো বলছি নিছক হেতু ধান্দাবাজি
মায়ের সন্তান জবাব চাইলে কি বলবে তারে?


জাগো বলছি কান্ডারী জোয়ান সময় যে যায়
রাক্ষসী আজ গিলছে সবি মিছে বাহানা ধরে,
অট্রহাঁসির দুটি দলে রাবনের এপিঠ ওপিঠ
কান্ডারীকে জাগাতে আজ বাদাম ভিড়ালাম তীরে।


যাকে সুধাই কান্ডারী না শুনে না বুঝে কান্ড
আত্বীয় সব চোখের জলে বিদায় জানায়,
অট্রহাঁসি আজ আমার এজনমে হলনা দেখা
কান্ডারী কান্ডারী করে পর জন্মের আশায়।