এর নাম নাকি জীবন
ভালো থাক খারাপের অবহেলা,
সবার থেকে আলাদা যন্ত্রণাময়
সমস্তটাই ভুলের মালা।


সকাল থেকে রাত এ যেন
বখাটে খারপের মেলা,
শুধুই নিঃশ্বাস টা বাঁচাতে
মেনেছি শরীর শরীর খেলা।


কত বিকৃতি দেখেছি
কত শরীরের গন্ধ শুকেছি,
অবেলায় দরজায় ঠকঠকানি
অনিচ্ছায় কত বকেছি।


সমাজ আমায় জায়গা দেইনা
আমি নাকি শুধুই নষ্টা,
বলি আমার জন্যই কি দুঃখ
এমন জীবন কেন স্রষ্টা?


উপার্জন যেন রক্তজলে কেনা
ভোক্তার শরীর যখন পণ্য,
নিজেকে তাই খেলার ছলে
ভাবি দুঃখী আমি অনন্য।


পেটটা আমি কাটতে চাই
দেখতে চাই কোথায় খুধা?
ভাবি আবার আমার মতো
যৌনকর্মী সবার তো একি অসুবিধা।