শুনবার জন্য ছিলাম এতদিন
সেই ডাক আজ শুনতে পাই,
কত নিরালায় কত নিশি রজনীতে
হাত বাড়িয়ে ছিলাম অপেক্ষায়।


বালুচরে কত স্বপ্নের ঘর বানিয়ে
থেকেছি না ভাঙার আশায়,
তুমি আমায় অবহেলা করেছো বলেই
স্রোতহীন ঢেউ ঘরকে করেছে বিদায়।


কামনাপরাগ মেখেছি কত মনের বারান্দায়
আবির দিয়ে সাজিয়েছি মনের বাগান,
দিনের আলো সাক্ষী,সাক্ষী রাতের তারা
ভুলবেনা একা হবার বিরহী গান।


কত বর্ষায় বৃষ্টিতে ভেজার
অনুনয় করেছি মিলে দুজনা,
সেই বৃষ্টি কেঁদেই যাচ্ছে
বাহু বাধতে আজও তুমি এলেনা।


দৃষ্টি আজও চেয়ে থাকে
তুমি নামক চাতক পানে,
কত খানি করেছে দখল
একবার দেখে যাও এই খানে।


এইটুকু বলতে চাই যে
দিতে চাই যে আশা,
আমার মত এমন করে
কেউ দিবেনা ভালবাসা।