জন্ম আমার আজন্ম পাপ
রাজনৈতিক মায়াজালের ধাপ,
মনুষ্য বিহীন ভেদাভেদী জাত
দুর্বল কে করিনা দ্বিধা দিতে আঘাত।


ক্ষমতা আমাকে করেছে অমানুষ
অকাজ করতে নেয় লালসার ঘুষ,
স্বভাবত খুঁজেফিরি ভালোত্বের দুষ
গাওরা বলেই করিনা  আপোষ।


ভালো মানুষের মুখশ্রী চাদর
গায়ে জড়ানো মনে বান্দর,
সতীত্বের পাপে একা আজও অন্দর
আমার কালো হৃদয় উপরে সুন্দর।


টাকার ধান্দা করছে আন্ধা
বিলাসী বলে জাঁকজমক সন্ধ্যা,
মনুষ্যালয় বিচারে আমি মন্দা
রাজনৈতি মায়ায় আমি পাপি বান্দা।


এই বাহানায় ঐ বাহানায়
সতীত্ব নষ্ট করতে করিনা দ্বিধা,
ক্ষমতার রোগে আক্রান্ত বলেই
পার পেয়ে যায় অসুবিধার সুবিধা।