জীবন তরী বেয়ে চলে,
পাছে কিছু ঢেউ তুলে।


কারও চাওয়া হয় পাওয়া,
কারও বা থাকে শুধু পাওনা।


ক্ষণে ক্ষণে আসে রহস্য,
বিন্দু বিন্দু হয়ে জমে কিছু কষ্ট।


এই বুঝি এল মেঘ,
হাওয়ায় উড়ে গিয়ে তাও হয় শেষ।


চারদিকে দেখি কত ক্ষোভ আক্ষেপ,
তপ্ত কোন আগুনে পুড়ে তা হয় নিঃশ্বেষ।


অদ্ভুত কিছু প্রাণ আবেগ অনুরাগ না বুঝে,
অজানায় তাই পথ ভুলে হাটে।


কখনও বা হারাই,
দূরে বহু দূরে যেখানে দিগন্তের রেখা নাই।


আনমনে ভাবি তারে,
সদ্য ধানকাটা বিলের পাড়ে বসে।


আপনে কাজে ব্যস্ত এক ঝাক বক,
তাই বসেছে বাশের কঞ্চিতে কতক।


ভাবি এ জীবন হত যদি আমার,
এভাবেই হয়ত প্রতি নিয়ত খুজে যেতাম আহার।


জীবনে নদীতে তবুও ভেসে যেতে হয়,
এবার তীরের দেখা পেলেই শেষ হবে যত ভয়।