এ পথে আবারও আসলাম ফিরে,
ঠিক সন্ধ্যে বেলার মেঘনা তীরে।


এখনও খুঁজে ফিরে তাকে,
শঙ্খ চিল ভাঙাল মোর মগ্নতাকে।


রঙে রঙে ভরেছে চারদিক,
অন্যপানে তাই হলাম নাবিক।


শূন্য এই আকাশ,
তাই শূন্য আমার চারিপাশ।


জীবন তরী অনেক ভারী,
তাই অনেক চাওয়া হয় স্বর্গচারী।


দূরে আরও বহু দূরে,
অন্ত লালের দেখা মেলে।


পরক্ষণেই তা ছুটে মরীচিকার দেশে,
মন তাই নিশ্চুপে ফিরে।


বাঁচার লয়ে তাই নোঙর ফেলি,
সুস্থ্য দাও তুমি -
শেষালয়ে প্রভুর তরে এই আহবানই শুধু করি।