অনেক দিন পর এলুম,
যখন রাত্রি নিঝুম।
অজানা কিছু পাওয়ার তরে,
স্বপ্নরা তাই আজ লোকান্তরে।
যখন তার ভাবনারা ঘুরে চারিপাশে,
মুক্ত বিহঙ্গে বাহুদ্বয় সেথা ছুটে চলে।
ঘুম ঘুম এ মণ,
তবুও চলে তার আরাধোন।
মনে মনে কোন শংখ চিলের দেখা মিলে,
পরক্ষণেই তা হল ডান পিঠে।
আবারও আসি ফিরে,
এ মনের পুকুড় পাড়ে।
কখন যে মিলিয়ে গেল মেঘের বাক,
শুনি সেথায় সাদা ভোরের ডাক।
হেলিয়ে এল এ দেহ,
ভাসিয়ে নিয়ে সব দাবদাহ।