আমি খুব কাছেই তোমার,
দূরে নয় তো হাত বাড়ালেই পাবার।
আজও এই দোয়ারে বসে,
দিন কাটে তোমার প্রহর গুণে।
আকাশ এখানে বড় মেঘলা,
স্বপ্নগুলো খুব অস্পষ্ট যেন ঝাপসা।
তবু বারান্দার কোণে দাড়িয়ে,
আনমনে রয়েছি তাকিয়ে।
বার বার হারাই,
কোন অজানার পথে তাই নৌকো চালাই।
এ পথের নেই কো শেষ,
বিরোহে হলাম অনিমেশ।
পাতায় পাতায় হয় লুকোচুরি,
নয়নে আমার হবে কী তুলি।
এ পথ বড় একা,
জানি, পার নাই বা হবো তোমায় ছাড়া।
দু-ধার দু-কুল কেদে একাকার,
নদীতে তাই আসবে আবার জোয়ার।
ভাসিয়ে নিবে যত কষ্ট,
ভালবাসায় হব কী সিক্ত।
এ নদীর মোহনায়,
তাই খুজে ফিরে তোমায়।