এভাবেই চলছি,
পথ রয়েছে অনেক বাকি।
হবে কি দেখা,
সবুজের ঐ আভা।

পাই জীবনের আলো,
এবার শিখা জ্বালো।

চল এগিয়ে,
না পাওয়া সব ভুলে।

শঙ্কিত নই আমি,
তবে কেনো পিছু হও তুমি।

এ পথে রয়েছে কাটা,
   তবু সাহসই সব আশা।

জীবনের জয়োগান গাও,
  জ্ঞান যত তুলে নাও।