আমি হারাই তোমার রুপে,
দিশে হারা আমি পাই না কুল খুজে।
আমার হৃদয় মাঝে,
ঝর্ণাধারা নামে।
কল্পনার তরীতে ভেসে,
তোমাকে ছুয়েছি তোমাকে।
পথের যেখানে শেষ,
সেখানেই রয়েছি এই তো বেশ।
রাতের আকাশে যখন তারারা আসে,
ভাবি আসবে আমার কাছে।
বিকেলের কাশবনে,
ফুলগুলো ঝরে যেন তোমার কথা বলে।
কোন অচেনা সুরে,
তোমার তরে আবেদন ফুটে।
তবু হয় নি বলা,
আমার মনের সবটুকু কথা।
সুন্দরের মূর্তি তুমি,
আনমনে হলাম উদাসী।
আশার ভেলাতে চড়ে,
সন্ধা পাখির ন্যায় ফিরি নীড়ে।
ভাসব তোমায় নিয়ে,
সুখের কোন প্রণয়ে।