চোখ খুলতেই দেখি কখন,পঊছে গেছি গহীন বনে,
পথ চলেছি নিরভয়ে,বাজিয়ে বাশী আনমনে।
পায়ের তলায় ঘাসের মাথা দিচ্ছে আমায় সুড়সুড়ি,
পাখীর ডাকে হচ্ছে মনে ওদের মতন আমিও উড়ি।
প্রজাপতীর রঞীন পাখায় হচ্ছে আকা কত  রঞ,
গাছ গুলি সব নাড়ছে মাথা,দেখিয়ে তাদের আজব ঢ্ং।
ঝরনা দেখ যাচ্ছে বয়ে,নিজের মতন আপন সুড়ে,
সেই সুরেতেই মন আমার যাচ্ছে দেখ কোথায় উড়ে।
ফুলের বনে মঊ খুজে যায়,ঝাক বাধা সব অলী,
তাদের সাথে পা মিলিয়ে এগিয়ে আমি চলি।
দেখি আমি আকাশ ফুড়ে,দাড়িইয়ে আছে পাহাড়,
রামধনুর ঐ সাতটি রঙ্ এ কি দারুন তার বাহার।
সব দেখে ভাই বুকের মাঝে,বলছে আমার মন,
যখখী হয়ে আগলাবো তাই,অমুল্য এই ধন।
ডাকছে শেয়াল ঝাউ বনেতে,চমক ভেঙ্গে দেখি,
বসে আছি গাছ তলাতে,স্বপ্ন ছিলো একি।