আমার ভাষা,প্রানের ভাষা,মনের ভাষা,বাংলা,
এই ভাষাতেই মায়ের ডাকে,জুড়ায় মনের জ্বালে।
ভাষার জন্যে দিয়েছে প্রান,সহশ্র স্ংগ্রামী,
একুশের রাঙ্গা প্রভাত ভুলবো কী করে আমি?
আমার ভাষা জন্ম দিলো,শত,সহশ্র কবি,
নোবেল জয়ের মুকুট পেলেন মোদের মহান 'রবী'।
আমার ভাষায় দুই বাংলার মন পড়েছে গাথা,
"ঈশান বাংলার" শাখখী আজও ইতিহাসের পাতা।