সূরয্য যখন গেছে ডুবে,নীল সমূদ্র তটে,
পাখীরা সব ফিরছে তখন পদ্ম পাড়ের বটে।
চাসীর মাথায় খড়ের আটি,
পাখীরা সব ফিরছে বাটি।
আমি তখন একা বসে ভাবছি কত কিছু,
ধ্বংস যেন ছায়ার মত্ন ছুটছে আমার পিছু।
ফেলে আসা দিনগুলি সব,ফেলে আসা গান,
পালতোলা এক নৌকা চড়ে শান্তি আদান প্রদান।
এই সবই যে হারিয়ে যাবে মানুষের ভুলে,
সভ্যতা ঠাই পাবে ধরিত্রির অতলে।
বসুন্ধরা অগ্নীগরভ সভ্যতার গতিতে,
দূরযোগ ঘনাছ্ছে মানুষের দূরমতিতে।
চারিদিকে দারিয়ে আছে ক্ংক্রিটের জংগল,
সবুজ কে ধ্বংস করে মানুষ আনছে অম্ংগল।
আকাস-বাতাস বিষাক্ত আজ,ছেয়ে গেছে বিষে
জলেও আজ নেইকো জীবন মরণ আছে মিশে।
শান্তির বারতা ভুলে ছড়াচ্ছে হিংসার বাণী,
ভ্রাত্রত্ত্ব ভুলে আজ করছে হানাহাণী।
মানবীকতা ভুলে তৈরি করছে মারণাস্ত্র,
জানেনা ধরিত্রির স্বারথে চাই শীখখা,অন্ন,ব্স্ত্র।
********************************