পাতা ঝরার সময় এখন,পাতাই কেবল ঝরে?
গাছের ফুল পাপড়ি মেলে হঠাথ খসে পড়ে।
কোকিল যে গায়,মধুর সুরে বসন্তের গীত,
রিতু রাজের আগমনে বিদায় জানায় শীত।
ভোরের হাওয়ায় মাথা নাড়ে নতুন আমের বোল,
দ্বারের কাছে কড়া নাড়ে রং এর খেলা দোল।
নদীর গতী যায় ঝিমিয়ে বসন্তের আশায়,
মধুর লোভে অলী দেখ ফুলে,ফুলে ধায়।
চারিদিকে চেয়ে দেখ কত ফুলের বাহার,
রামধনুর মালা গলায় দাড়িয়ে আছে পাহাড়।
কত পাখী উড়ে যায় দেশ থেকে দেশে,
বসন্ত আজ আসলো অবশেষে।