পাপড়ি ঝরে ফুলের,বনের মাঝে তপবনে,
আকাশ বাতাস মুখরিত,শ্রাবণ ধারার স্নানে।
প্রজাপতির মেলা,পাখীর কলতান,
ঝরনা যেথা শোনায়,সুরেলা এক গান।
রাতের বেলা ঝিঝির ডাকে,ঝিল্লি মুখর বন,
জ্যোথস্না রাতে করলো হরন শকুন্তলা দুশমন্তর মন।
সেই রাতেতেই নবকুমার পেলেন মিন্ময়ি কে,
কপালে তার ছোট্ট চুম্ব্ন দিলেন একে।
রাতের মায়া এমনি করেই সিষ্টি করে গাথা,
ঝরে পড়ে পুরানো,আর গজায় নতুন পাতা।
প্রতিদিনই সাজে রাত,নতুন তারার সাজে,
চাদ যেন এক মস্ত হীরে,রাতের মাথার তাজে।
কখনও সে আনে সপ্তরষি,কখনও কালপুরুষ,
একেছেন বিধাতা তারে,নিয়ে আধার এর বুরুষ।
সে সাজায় জোনাকির মায়া,দেয় জ্যোথস্নার হাসী,
ধিরে,ধিরে সব শেষ হয়,যখন রাত হয় আকাশী।