আমি শুকতারা সুদুর আকাশের দিগন্তে,
তুমি চাদের আলো দুঃখের দিনান্তে।
আমি থাকি একা,মহাশুন্যের কোনে,
তোমার আলো প্রশান্তি ছড়ায়,আমার আধার মনে।
দুজনের হয় দেখা সুরয্যাস্তের পড়ে,
খেলি লুকোচুরি মহাশুন্যের আধারে।
আমি খুদ্র আলো,তুমি নীলীমার রাশি,
এখানে নেই কোলাহল,নেই পিশাচের কুটিল হাসি।
তোমার আলোয় আমার,আকাশ টাকে চেনা,
তবুও তুমি কত দুরে, হলোনা আজও তোমায় জানা।
শুকতারার কথা শুনে চাদ খালি হাসে,
তার হাসি উপছে পরে ধরিত্রির ঘাসে,ঘাসে।
আমি যদি দুরে হই,তুমিও নও কাছে,
আমার যে ভয় হয়,তোমায় হারিয়ে ফেলি পাছে।
তবুও তুমি পাও আমার আলোর ষ্পরসো,
পৌছায়নি তোমার চিঠী কত কোটি আলোকবরষ।