হেমন্তর সাথে তোর নিবিড় সম্পরক,
শরতের পেজা মেঘের মতন তোর চুল বলে?
কিংবা কাশের মতন ঘন দুটি আখি পল্লব,
যদিও তোর মনটা প্রাক শীতের মতনই মনোরম।
দাদু শখ করে নাম রেখেছিলেন 'হৈমন্তি',
এর মানে তুই তখনও কি জানতি?
সময়ের সাথে হারিয়ে গেছে সেই নাম,
হারিয়েছে মন থেকে অবচেতন মনের অতলে,
তবুও তোর দেহ শৌষ্টবে কিংবা
মনের উদারতায় তা আজও অধরা।
জানি তুই চাসনি একটি অংশ হয়ে থাকতে,
তাই শিখিয়ে দিলি "রিতু" বলে ডাকতে।
কিন্তু আমরা আজও সেই নামেতেই পাই শান্তি,
হেমন্তের দোসর তুই "হৈমন্তি"।