তোমার সাথে প্রথম আলাপ,
যখন বয়স আমার দুই,
তারপর থেকে মনে হয়
কেবল তোমাকেই ছুই।


তখনও তোমায় বুঝতে শিখিনি,
অখখর গুলো মনে হত হিজিবিজি আকিবুকি,
তবু সেগুলোই মনের মাঝে,
যখন তখন দিত উকি।


তারপর ধিরে ধিরে বুঝতে শেখা তোমায়,
ধিরে ধিরে চলে যাওয়া তোমার আবেশে,
কখনও তুমি কথা বল অঝরে কেদে,
কখনও বা নিষ্পাপ হেসে।


রবীন্দ্রনাথ,নজরুল,কিংবা শেক্সপিয়ার
সকলেই তোমার জন্মদাতা,
তুমিই আমার প্রথম প্রেম,
আমার কবিতার খাতা।