প্রতিনিয়ত সমর্পিত নিষ্প্রাণ
মানব দেহের সোঁদা আঘ্রাণ,
বিহ্বল ভ্রূণের নিষ্পাপ ক্রন্দন
আনে সৈরাচারী স্রোতে মন্দন l
উন্নত শির বাহু বন্ধনে ঢাকে
লালায়িত চোখ বিঁধেছিল যাকে;
মাতৃ ক্রোড়ে দুগ্ধপায়ী কারক
সামাজিক রোগে ক্ষুদ্র জারক!
দুর্বার নির্ঝরিণী ভেদী নাব্যতা
আবিষ্কারে সংকল্পিত যোগ্যতা
ভবিষ্যনিধি জমায়েত রাখে রসদে,
প্রসূত জন্মকথা অভীষ্ট মসনদে


পঠদ্দশা সমাপ্তি পরে প্রশ্ন আসে
মুষ্ঠিবদ্ধ ভীড়ে বিপ্লব চোখে ভাসে
তারই যোগান চলে নাভীর মূলে,
কৃতার্থ করজোড় যা ছিল ভুলে
উদীয়মান সত্য নিষ্পেষিত যত
বোধি শ্লোকে সভ্যতায় আলোকিত
বিনম্র ওষ্ঠ ভাষা রক্তাক্ত যবে
কশেরূ তুলসীপাতা  ভূমিষ্ঠ হবে