এই রাস্তা দিয়ে হাঁটতে গেলেই
   একটা অসভ্যদের অাখড়া পড়ে,
ওরা খুব বাজে- লোকে তাই বলে৷
ওরা অসভ্য, ওরা ইতর-লোকে তাই বলে ৷
ওদের ঘেন্না করো-লোকে তাই শেখায়৷

একদিন রাস্তা দিয়ে
                 ভদ্রলোকের সভ্যতার বুক দিয়ে
সশব্দে ছুটছিলো একটা গাড়ি,তাড়া ছিলো
    ভাগ্যদেবতার অকৃত্রিম ভালোবাসায়
  গাড়ির ছোটার স্বপ্ন ক্ষনিকের জন্য
                      অস্তমিত হয়ে গেলো,
               ভুল করে ঢুকে পড়া
এক অন্ধ ভিখারীর প্রাণের মূল্য দিতে গিয়ে
সে ধাঁ করে মেরেছে
         এক গলা নেশায় ডোবা এক ট্রাককে৷
                                          UP-360A


গাড়ির ভেতরের প্রাণ তখনো কাতরাচ্ছে
আপিস যাওয়ার তাড়া সমাজকে কিছু ভোলাচ্ছে৷
ভদ্রলোকেদের বাস ভিড় ডিঙিয়ে দাঁড়ালো
কোনো অস্ফুট প্রতিবাদ বলছে uff jam৷
কোন সকাল হতে দোমড়ানো মোচড়ানো
গাড়িটা বাপের রাস্তা বানিয়ে রেখেছে...
তবে সরানোর তাগিদা টুকুও          বেমালুম বেপাত্তা অস্থির জনগনের৷
আসলে নামধামহীন প্রাণ,অচেনা গাড়ি
                            না জড়ানোয় শ্রেয়৷
এমনই ভাবনা বিদ্ব জনেদের৷


বেলা বাড়লো.......
আখড়ায় পদধ্বনি শোনা গেল
কিছু অশ্রব্য,অকথ্য,কুৎসা গালাগালি
অার একরাশ বিশ্রি গন্ধের বিড়ির সুবাস
জানান দিল 'ওরা ওই এলো'৷৷
তখন দুপুর প্রায়
                 রাস্তা ফাঁকা৷
গাড়িটাকে অাগল করে কিছু কুকুর,
            মাছি রা সশব্দ পাহারায়৷


এবার ওরা ছুটে এলো
                   কাউকে  না দেখাতে চেয়েই,
কর্মহীনদের জীবনে কর্ম জুটলো
ওরা কেও গাড়ির দরজা ভাঙে
কেও বা কুত্তা তাড়ায়!
কেও বা অাবার দূরে পথচলাদের
   গালি দেয় "ভদ্দরলোক"বলে৷


হঠাৎ এক স্বতঃস্ফূর্ত উল্লাস -
'শালা মালটা এখনও বেঁচে রে'
ওমনি অাবার তাড়াহুড়ো,ছুটোছুটি
রাস্তা দিয়ে পার হয়ে যাওয়া ব্যর্থ অনুরোধ
অাজ অাবার তাদের বখাটে প্রমান করে!


গাড়ি জোটে,ওরা অাবার ছোটে
          প্রান জোটে কী?
থাক সেকথা ..........
তবে এই বখাটে ছোঁড়াগুলোর চেল্লামেল্লিতে
রাস্তা অতিক্রান্ত বাবুদের .................৷৷